সিরিজ জিততে টাইগারদের লক্ষ্য ১৬৭


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ০৭:০৬ পিএম
সিরিজ জিততে টাইগারদের লক্ষ্য ১৬৭

হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের স্বিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করেছে জিম্বাবুয়ে। লেগ স্পিনার আমিনুলের বাবার মৃত্যুতে কালো ব্যাজ পড়ে মাঠে নামেন টাইগাররা। 

৩ ম্যাচের টি-টোয়েন্টির সিরিজ নির্ধারণী এ ম্যাচে জিম্বাবুয়ের হয়ে মাঠে নামেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান মারুমানি ও মাদভেরে। তাসকিনের প্রথম ওভারে জিম্বাবুয়ে করে ৪ রান। দ্বিতীয় ওভারে বল করতে আসেন মেহেদি হাসান। মেহেদির প্রথম বলে লং-অফ দিয়ে ছয়, দ্বিতীয় বলে কাভার দিয়ে চার মেরে দুর্দান্ত সূচনা করেন ওয়েসলি মাদভেরে। টাইগাররা বোলিংয়ে প্রথম সাফল্যের দেখা পায় মেহেদি হাসানের পঞ্চম বলে। সোজা বলে লাইন মিস করে ৩ রান করে আউট হন মারুমানি। 

এরপর চাকাভা ও মাদভেরের ২৭ রানের জুটি ভাঙ্গেন সাকিব। সাকিবের বলে তুলে মারতে গিয়ে কানায় লেগে উপরে উঠে গেলে শরীফুলের দুর্দান্ত ক্যাচে আউট হন চাকাভা। ৯ বলে ১৪ রান করে সাজঘরে ফিরেন চাকাভা। 

মাদভেরে ও মায়ার্সের জুটিতে এগুতে থাকে জিম্বাবুয়ে। পাওয়ার প্লের ৬ ওভার শেষে তারা সংগ্রহ করে ২ উইকেটে ৪৮ রান। মাহমুদউল্লাহ ৭ জন বোলার ব্যবহার করেও জুটি ভাঙতে পারেননি। ইনিংসের শুরুটা আক্রমণাত্মক হলেও ক্যারিয়ারের তৃতীয় ফিফটি পূর্ণ করতে মাধভেরের লেগেছে ৪৫ বল। শরীফুলের বলে কাভার পয়েন্টে মেহেদি হাসানের হাতে ক্যাচ দিয়ে ২৬ রান করে আউট হন মায়ার্স। 

শরীফুলের শর্ট বলটা তুলে মারতে গিয়েছিলেন ডিওন মায়ার্স। তবে টাইমিং হয়নি ঠিকঠাক, কাভার পয়েন্টে মেহেদী হাসানের হাতে ধরা পড়েছেন তিনি। ভেঙেছে মাধভেরের সঙ্গে তার ৫৭ রানের জুটি। মায়ার্স ফিরেছেন ২১ বলে ২৬ রান করে। এরফলে দলীয় সর্বোচ্চ ৫৭ রানের জুটি ভাঙে। এরপর সৌম্যর সরাসরি থ্রোয়ে রান আউট হন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। 

ওপেনিংয়ে নামা ওয়েসলি মাধভেরে আউট হন ১৮তম ওভারে ৫৭ বলে ৭৩ রান করে। শরীফুলের বলে তুলে মারতে গিয়ে মিড-অফে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন তিনি। ৫টি চার ও ৩টি ছয়ের মাধ্যমে দলীয় সর্বোচ্চ ৭৩ রান করেন তিনি।

শেষদিকে রায়ান বার্ল ও জঙ্গুয়ের ২৭ রানের জুটিতে ১৬৬ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। 
 

Link copied!