• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

সাকিবের ছক্কার সেঞ্চুরি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ০৬:৪৯ পিএম
সাকিবের ছক্কার সেঞ্চুরি

বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির (পিএনজি) সামনে ১৮১ রানের পাহাড় দাঁড় করিয়েছে বাংলাদেশ। বল হাতে এরই মধ্যে প্রতিপক্ষে ৪ উইকে তুলে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার বার্তা দিয়ে রেখেছে টাইগাররা। 

বাংলাদেশর ১৮১ রানের ইনিংসে ভিতটা গড়ে দেন তিনে নামা সাকিব আল হাসান। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহর দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি ও আফিফ-সাইফুদ্দিনের দুইটি ঝড়ো ইনিংস বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেয়। 

তিনটি করে ছক্কা ও চারে সাজিয়ে ২৮ বলে ৫০ করেন মাহমুদউল্লাহ। এছাড়া আফিফ ১৪ বলে ২৩ ও সাইফুদ্দিন ৬ বলে অপরাজিত ১৯* রান করেন। ২টি ছক্কা ও একটি চারে সাজিয়েছেন সাইফুদ্দিন তার ইনিংসটি।

এদিকে তিনে নেমে সাকিব করেন ৩৭ বলে ৪৬ রান। এই ইনিংস খেলার পথে ৩টি ছক্কা মারেন বিশ্বসেরা এই অল রাউন্ডার। আর এর মধ্যে দিয়ে নতুন এক মাইল ফলক স্পর্শ করেন সাকিব। এ ৩ ছক্কায় তিন সংস্করণ মিলিয়ে সাকিবের ঝুলিতে এখন ১০০টি ছক্কা। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার সেঞ্চুরিও পূর্ণ করলেন তিনি। এর মধ্যে টি-টোয়েন্টিতে ৩৮টি, ওয়ানডেতে ৪৩ ও টেস্টে ১৯ ছক্কা হাঁকিয়েছেন সাকিব।

এর আগে লাসিথ মালিঙ্গাকে পেছনে ফেলে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন সাকিব। টি-টোয়েন্টিতে তার এখন উইকেট এখন ১১১*। মালিঙ্গা শ্রীলঙ্কার হয়ে শিকার করেছেন ১০৭ উইকেট।
 

Link copied!