একজন আছেন যুক্তরাষ্ট্রে আর অন্যজন আছেন বাংলাদেশে। দেশের হয়ে লড়ছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ক্রিকেটে এমন ব্যস্ততার কারণে দীর্ঘদিন দেখা না হওয়ায় স্বামীকে দেখার অপেক্ষার প্রহর গুনছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
সাকিবকে উদ্দেশ্য করে সোমবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম শিশির লিখেন, "তোমাকে দেখার জন্য তর সইছে না।"

সাকিব ও শিশির বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১২ সালের ডিসেম্বরে। ২০১৫ সালের ৮ নভেম্বর এই তারকা দম্পতির কন্যা সন্তানের জন্ম হয় যার নাম আলাইনা হাসান অব্রি। ২০২০ সালের এপ্রিলে দ্বিতীয় কন্যার জনক হন সাকিব। ২০২১ সালের ১৬ মার্চে তাদের ঘরে আসে পুত্র সন্তানের জন্ম দেন এই দম্পতি।




































