• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

শ্রীলঙ্কার বাংলাদেশ সফর চূড়ান্ত করল বিসিবি 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২২, ০৮:৪৫ পিএম
শ্রীলঙ্কার বাংলাদেশ সফর চূড়ান্ত করল বিসিবি 
ছবি সংগৃহীত

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী মে মাসে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল শ্রীলঙ্কা ক্রিকেট দলের। সফরের কথা জানা গেলেও, ঠিক কবে এই সিরিজ শুরু হবে তা নিশ্চিত ছিল না। অবশেষে ওই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্ট সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি।

বিসিবি জানিয়েছে, টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে ঢাকায় আসবে শ্রীলঙ্কা টেস্ট দল। এরপর ১১ ও ১২ মে চট্টগ্রামের এম আজিজ স্টেডিয়ামে ২ দিনের একটি অনুশীলন ম্যাচ খেলবে তারা। এরপর চট্টগ্রামে দুই দল প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে ১৫ মে।

সিরিজের প্রথম টেস্ট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। এই ম্যাচ শেষে দুই দল ঢাকায় আসবে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

এদিকে বাংলাদেশ এখন দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলছে। ডারবানে প্রথম টেস্টের পর সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৮ এপ্রিল। এরপর টাইগারদের দেশে ফেরার কথা রয়েছে। 

Link copied!