• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

শ্রীলঙ্কার খেলা দেখতে চান না রানাতুঙ্গা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৬:১৯ পিএম
শ্রীলঙ্কার খেলা দেখতে চান না রানাতুঙ্গা

আরও একটি সিরিজে হার শ্রীলঙ্কার। সম্প্রতি বাংলাদেশর কাছে সিরিজ হারের পর লঙ্কানরা ইংলিশদের কাছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হেরেছে। এ নিয়ে লঙ্কানদের মাঝে চলছে বিস্তর আলোচনা। 

লঙ্কানরা তাদের সর্বশেষ ৫টি টি-টোয়েন্টি সিরিজের সবগুলোতেই হেরেছে। খেলোয়াড়রা যেভাবে পারফরম্যান্স করছে তাতে সংশ্লিষ্ট সবাই ক্ষুব্ধ। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে বিস্তর আলোচনা। খেলোয়াড়দের দেশে ফেরার পর থেকেই দেশে বয়কটের ডাক দিয়েছে ভক্তরা।

১৯৯৬ সালে বিশ্বকাপজয়ী লঙ্কান সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বলেছেন, “আমাদের টিভিতেও খেলা দেখা বন্ধ করে দেয়া উচিত। অব্যবস্থাপনা, দুর্নীতি ও খেলোয়াড়দের মধ্যে অনিয়ময়ে ভরে গেছে।“

লঙ্কান ক্রিকেটের সাবেক ভাইস প্রেসিডেন্ট বলেছেন, “বোর্ড প্রায় ৬৯ মিলিয়ন রুপি খরচ করে খেলোয়াড়দের চার্টার্ড বিমানে পাঠালো ও জৈব বলয় সুরক্ষায় রাখলো। খেলোয়াড়দের এমন আচরণে আমি একই সাথে দুঃখিত ও রাগান্বিত।“ 

এদিকে ইংল্যান্ড সফরে কুশল মেন্ডিস, ধানুস্কা গুনাথিলাকা ও নিরোশান ডিকভেলাকে নিয়ম ভঙ্গের জন্য দেশে পাঠিয়ে দেয়া হয়েছিল। কিছুদিন আগে মেন্ডিস ৬৪ বছর বয়সী একজন সাইক্লিস্টকে মেরে ফেলেন। এজন্য অবশ্য তিনি প্রায় ১ মিলিয়ন রুপি জরিমানা দিয়েছিলেন। গুনাথিলাকা ২০১৮ সালে কারফিউয়ে নিয়ম ভঙ্গ করেছিলেন। 

সাবেক ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো জানান ২০১৯ সালে আইসিসি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্থ বোর্ড হিসেবে আখ্যা দিয়েছিল। 

এদিকে ক্রীড়া সাংবাদিক মানজুলা বাসনাইকে বলেন, “আমি ১৯৯৩ সাল থেকে ক্রিকেট খেলা দেখছি কিন্তু বর্তমান টিমের মত দুর্বল টিম আর দেখিনি। শ্রীলঙ্কার এমন পারফরম্যান্সের কারণে ভারত ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে অপেক্ষাকৃত দুর্বল দল পাঠিয়েছে।”

Link copied!