• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬
চট্টগ্রাম টেস্ট

রিটার্ড হার্ট ইয়াসির, কনকাশন সোহান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ১১:৫১ এএম
রিটার্ড হার্ট ইয়াসির, কনকাশন সোহান

দিনের শুরুতেই মুশফিকুর রহীমের বিদায়ের পর ইনিংস মেরামতের কাজটা ভালোভাবেই করছিলেন ইয়াসির আলী। তার সঙ্গী ছিলেন লিটন দাস। কিন্তু শাহীন আফ্রিদির একটি বলে ঘটে দুর্ঘটনা। আফ্রিদির করা ইনিংসের ৩০তম ওভারে পঞ্চম বলটি ইয়াসিরের মাথায় আঘাত করে। পরে আরো এক ওভার খেললেও আঘাতের কারণে মাঠ ছাড়তে হয় অভিষিক্ত এই ব্যাটারকে।

বাংলাদেশ দলের পক্ষ থেকে জানানো হয়েছে ইয়াসির আলী মাথায় স্ক্যান করার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। স্ক্যান রিপোর্ট আসার পর জানা যাবে, তার মাথার আঘাতটা কতটুকু এবং কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।

আরো জানানো হয়েছে, ইয়াসির আলী এই ম্যাচে আর মাঠ নামতে পারবেন না। তার পরিবর্তে কনকাশন হিসেবে খেলতে নামবেন নুরুল হাসান সোহান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১১৪ রান। ব্যাট করছেন লিটন দাস (৩১*) ও মেহেদী হাসান মিরাজ (১১*)। লিড ১৫৮।

Link copied!