ছেলেদের মতো বাংলাদেশ নারী দলকেও বাছাই পর্বের বাধা পেরিয়ে খেলতে হবে বিশ্বকাপের মূল মঞ্চে। এই উদ্দেশ্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপের বাছাইপর্ব। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জিম্বাবুয়েতে।
রোববার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে বিসিবি। প্রাথমিক স্কোয়াডে থাকা খেলোয়াড়েরা সবাই মিলে দেশে অনুশীলন করবে। আগামী ২১ সেপ্টেম্বর মিরপুরে শুরু হবে তাদের অনুশীলন।
মিরপুরে ফিটনেস অনুশীলন চলবে ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। তারপর ২৭ সেপ্টেম্বর সিলেটে পৌছাবেন নারী ক্রিকেটাররা। সেখানে ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলবে নারীদের ক্যাম্প। এরপর সেখানে সালমা খাতুন, জাহানারা আলমরা দুই দলে ভাগ হয়ে পাঁচটি পঞ্চাশ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবেন।
২০ সদস্যর প্রাথমিক দল
মুর্শিদা খাতুন, শামীমা সুলতানা, নিগার সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মন্ডল, সুরাইয়া আজমিন, নুজহাত তাসনিয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার, সুবর্ণা মোস্তারি, খাদিজা-তুল কুবরা, শারমিন আক্তার, পূজা চক্রবর্তী ও দিশা বিশ্বাস।