• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

‘মেসি অবশ্যই বার্সায় থাকবে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ০৭:২৮ পিএম
‘মেসি অবশ্যই বার্সায় থাকবে’

বার্সোলোনার সর্বকালের সেরা খেলোয়াড় নিওনেল মেসির সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হয়েছে ৩০ জুন। বার্সার সঙ্গে এখনো নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি মেসি। এখনো চুক্তি নবায়ন না হলেও মেসির ক্লাবে থাকা নিয়ে আশাবাদী সাবেক বার্সা খেলোয়াড় ও লিজেন্ড রোনালদিনহো। 

রোনালদিনহোর রেখে যাওয়া ১০ নম্বর জার্সি পরেই খেলেন মেসি। উত্তরসূরীর অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ তিনি। দুই বারের ব্যালন ডি' অর জয়ী রোনালদিনহো গর্বিত ছয় বারের ব্যালন ডি' অর জয়ী মেসিকে নিয়ে। তিনি চান ৩৪ বছর বয়সী মেসি সবসময় বার্সায় থাকুক।

মেসির বার্সায় থাকা নিয়ে রোনালদিনহো বলেন, “সে অবশ্যই বার্সায় থাকবে, সে বার্সার ইতিহাস। আমি আশা করি সে অনেকদিন খেলবে। যখন সে অবসর নিবে, আমি আশা করি তার রেখে যাওয়া ১০ নম্বর জার্সি আর কেউ স্পর্শ করবে না।”

ক্লাব ঋণে জর্জরিত হওয়ার কারণেই মেসির চুক্তিতে দেরি হচ্ছে। লা লিগার সভাপতি বলেছে মেসির বেতন না কমালে পরের মৌসুমে খেলতে দেওয়া হবে না লিগে। ক্লাবেরও সমস্যা হচ্ছে মেসিকে বেশি বেতন দিয়ে রাখতে। তাই শোনা যাচ্ছে ক্লাবের এ দুরাবস্থার মধ্য অর্ধেক বেতনে ক্লাবের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন মেসি।

মেসির অসাধারণ পারফরম্যান্সে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। গত মৌসুমে বার্সার হয়ে ৩০ গোলের পাশাপাশি ৯টি এ্যাসিস্ট রয়েছে মেসির। 

Link copied!