• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

মেসির সঙ্গে ড্রেসিংরুম শেয়ারের অপেক্ষায় গার্সিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৬:১৪ পিএম
মেসির সঙ্গে ড্রেসিংরুম শেয়ারের অপেক্ষায় গার্সিয়া

লা মাসিয়ান গ্রাজুয়েট এরিক গার্সিয়া ফ্রি ট্রান্সফারে ম্যানচেস্টার সিটির থেকে বার্সোলোনায় এসেছেন এই মৌসুমে। বার্সা অধিনায়ক মেসির সঙ্গে ড্রেসিংরুম শেয়ারের জন্য মুখিয়ে আছেন। কিন্তু বার্সার অর্থনৈতিক দুরবস্থার কারণে লিগে নিবন্ধন করতে দেরি হচ্ছে। 

মেসির বার্সায় থাকা নিয়ে আশাবাদী ২০ বছর বয়সী ডিফেন্ডার বলেন, “আমার বলার অপেক্ষা রাখে না যে, তিনি কত চমৎকার, তিনি সর্বকালের সেরা খেলোয়াড়।”

গার্সিয়া বর্তমানে স্পেনের হয়ে ইউরো-২০২০-এ খেলছেন। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে মাত্র ১২ ম্যাচ খেলা গার্সিয়া স্পেন কোচ এনরিকের কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, “আমি দ্বিধায় ছিলাম যে, আমি জাতীয় দলের হয়ে খেলতে পারবো কিনা। কিন্তু কোচ আমার প্রতি বিশ্বাস রেখেছে। আমি যখন দেখলাম আমি খেলার জন্য নির্বাচিত হয়েছি, তখন আমি খুবই আনন্দিত হয়েছিলাম। আমি কোচের প্রতি কৃতজ্ঞ।”

বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় গার্সিয়ার স্পেন সেমিফাইনালে মুখোমুখি হবে ইতালির।

খেলা বিভাগের আরো খবর

Link copied!