আর্জেন্টিনার জার্সি গায়ে আরেকবার জাদু দেখালেন লিওনেল মেসি। তার অসামান্য পারফম্যান্সে রোববার ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমি ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দলের তিন গোলেই ছিল মেসির অবদান। প্রথম দুইটিতে অ্যাসিস্টের পাশাপাশি দুর্দান্ত এক ফ্রি-কিকে নিজেও গোল করেন তিনি।
এদিন শুরু থেকেই ম্যাচে আধিপত্য ধরে খেলে আর্জেন্টিনা। ম্যাচের ৫১ ভাগ সময় বল দখলে নিয়ে খেলে লিওনেল স্কলানির শিষ্যরা। তবে গোল পেতে মেসিদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৪০ মিনিট পর্যন্ত। মেসির পাস থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন রদ্রিগো দে পল।
বাকি দুইটি গোল আশে দ্বিতীয়ার্ধের শেষ দিকে। ম্যাচের ৮৪ মিনিটে মেসির পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেজ। আর ম্যাচের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে দুর্দান্ত এ ফ্রি-কিকে ইকুয়েডের জালের তৃতীয় গোলটি করেন মেসি।