টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারত সফরে যাবে নিউজিল্যান্ড। সেখানে দুই টেস্টের একটি সিরিজ খেলকে কেন উইলিয়ামসনের দল। ওই সিরিজের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে কিউই ক্রিকেট বোর্ড। ঘোষিত স্কোয়াডে রাকা হয়নি দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ট্রেন্ট বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোমকে।
দলের ডাক পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আজিজ প্যাটেল। আছেন উইলিয়াম সমারভিল ও মিচেল স্যান্টনার। দলে রাখা হয়েছে সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় থাকা রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপসকে।
দীর্ঘদিন ধরে বায়ো-বাবলে আছেন বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোম। আইসোলেশনের ক্লান্তি থেকে বিশ্রাম দিতে ও সামনে ঘরের মাঠে সিরিজের প্রস্তুতি নিতে দুই ক্রিকেটারকে ভারতের বিপক্ষে রাখা হয়নি।
এ বিষয়ে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেডি বলেছেন, “ট্রেন্ট চলতি বছর ৬০ দিন আইসোলেশনে ছিল। কলিনও মে মাস থেকে পাকিস্তান সফর পর্যন্ত আইসোলেশনে থেকে নিউজিল্যান্ড ফিরে গিয়েছে। এটা পরিষ্কার যে এই দুই ক্রিকেটারকে এই সিরিজে দলের বাইরে রাখাই শ্রেয়। গ্রীষ্মে ঘরের মাঠের সিরিজের জন্য প্রস্তুতির দিকে নজর দিক তারা।”
ভারত সফরের জন্য নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড :
কেন উইলিয়ামসন (অধিনায়ক), হেনরি নিকোলস, টম ব্লানডেল, ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম ল্যাথাম, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, উইলিয়াম সমারভিল, টিম সাউদি, রস টেইলর, উইলিয়াম ইয়ং, নেইল ওয়েঙ্গার।