• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

ভারতকে বিদায় করে কি বলছেন উইলিয়ামসন 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ০৯:৩৭ পিএম
ভারতকে বিদায় করে কি বলছেন উইলিয়ামসন 

আফগানিস্তান জিতলে ভারতের জন্য তা হত সুখবরের চেয়েও বেশি কিছু। কিন্তু আফগানদের ব্যর্থতায় ভারতও ছিটকে গেল বিশ্বকাপ থেকে। কিইউ বোলাররা আফগানদের চেপে ধরে অল্প রানে। ফলে ছোট লক্ষ্যে নেমে প্রত্যাশিত জয়ই পেয়েছে নিউজিল্যান্ড। ম্যাচ শেষে ভারতকে বিদায় করে নিজেদের সামনে কঠিন চ্যালেঞ্জের কথা জানান ব্ল্যাক ক্যাপস ক্যাপ্টেন কেন উইলিয়ামস। 

২০১৯ সালেও ওয়ানডে বিশ্বকাপ থেকে ভারতকে বিদায় করে দিয়েছিল নিউজিল্যান্ড। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও কোহলিদের বিদায় করে দিল কেন উইলিয়ামসনরা। 

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, “আফগানিস্তান খুব কঠিন দল তা ভেবেই আমরা মাঠে নেমেছিলাম। বল হাতে শুরুটা ভালো করতে পেরে কিছুটা ভালো লেগেছিল। দ্রুত ওদের উইকেট নিয়েছি এবং গড় রানের চেয়েও কমে ওদের আটকে দিই। আমার মতে, এই উইকেট ১৫০-১৫৫ লড়াকু স্কোর। আমাদের দ্রুত তিনটি উইকেটের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে।”

গ্রুপ পর্বের বাধা পার করতে পারলেও সামনে অপেক্ষা করছে আরও কঠিন প্রতিপক্ষ। আজ পাকিস্তান যদি স্কটল্যান্ডের বিপক্ষে জিতে যায় তাহলে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে হবে নিউজিল্যান্ডকে। 

কিউয়ি অধিনায়ক বলেন, “আমাদের সামনে আরও একটা কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আগের ম্যাচগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে দ্রুত এগিয়ে যেতে হবে। ইংল্যান্ড খুব শক্তিশালী দল।”

Link copied!