শিরোপার লড়াইয়ে আবারও মুখোমুখি হচ্ছে স্বাগতিক ব্রাজিল ও আর্জন্টিনা। এবারের কোপা আমেরিকার শিরোপা জিতে কে উচ্ছ্বাসে মাতবে তা দেখার জন্য বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে ১১ জুলাই (রোববার) পর্যন্ত। বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হবে এ দুই দল। ব্রাজিলের মারাকানায় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জমজমাট ফাইনালের লড়াই।
গত কোপার সেমিফাইনালে এই আর্জেন্টিনাকে হারিয়েই ফাইনালে উঠেছিল ব্রাজিল। ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালে উঠায় ফুটবল ভক্তদের মুখে মুখে চলছে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান।
সর্বশেষ ২০১৯ সালে ‘সুপার ক্লাসিকোতে’ দুই দলের লড়াইয়ে মেসির গোলে জিতেছিল আর্জেন্টিনা। ২০১৯ এর কোপায় আর্জেন্টিনা হেরেছে ২-০ গোলে। যদিও মুখোমুখি পরিসংখানে আর্জেন্টিনার জয় বেশি কিন্তু সর্বশেষ পাঁচ আন্তর্জাতিক ম্যাচে ব্রাজিলের হার একটিতে।
এবার জেনে নেওয়া যাক দুই দলের পরিসংখ্যান। অতীত ইতিহাস থেকে দেখা যায় লাতিন আমেরিকার এ দুই দেশ পরস্পরের মুখোমুখি হয়েছে ১১১ বার। এর মধ্যে আর্জেন্টিনার জয় ৪৬ ম্যাচ ও ব্রাজিলের জয় ৪০ ম্যাচ। বাকি ২৫ ম্যাচ হয়েছে ড্র।
এখন দেখে নেওয়া যাক আন্তর্জাতিক পাঁচ ম্যাচে দুই দলের সর্বশেষ পরিসংখ্যান।
কোপা আমেরিকা ২০১৯
কোপা আমেরিকার ২০১৯ এর ম্যাচে গ্যাব্রিয়েল জেজুস ও রবার্তো ফিরমিনোর গোলে ব্রাজিল আর্জেন্টিনাকে হারিয়েছিল ২-০ গোলে।
কোপা আমেরিকা ২০০৭
এ ম্যাচে আর্জেন্টিনা হেরেছে ৩-০ গোলে। ব্রাজিলের হয়ে গোল করেন জুলিও বাপ্টিস্তা ও দানি আলভেস। অন্য আরেকটি আত্নঘাতী গোল হয়েছিল।
কোপা আমেরিকা ২০০৪
এ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। টাইব্রেকারে গড়ানো এ ম্যাচে ব্রাজিল ৪-২ গোলে ম্যাচটি জিতে নেয়।
কোপা আমেরিকা ১৯৯৯
কোয়ার্টার ফাইনালের এ ম্যাচে ব্রাজিল জিতে ২-১ গোলে। ব্রাজিলের হয়ে গোল করেন রোনালদো ও রিভালদো আর আর্জেন্টিনার হয়ে গোল করেন জুয়ান পাবলো সরিন।
কোপা আমেরিকা ১৯৯৫
কোয়ার্টার ফাইনালের এ ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। টাইব্রেকারে গড়ানো ম্যাচে ৪-২ গোলে জিতে আর্জেন্টিনা।