হারারেতে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হতাশাজনক ব্যাটিংয়ে জিম্বাবুয়ের কাছে ২৩ রানে হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতে অলআউট হয়ে বাংলাদেশ করে ১৪৩ রান।
হারারেতে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাট করতে নেমে ওয়েসলি মাদভেরের ৫৭ বলে ৭৩ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে।
১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ২ ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। প্রথম ম্যাচে ওপেনিংয়ে সেঞ্চুরি জুটি আজ ১৪ রানেই থামে। ব্লেসিং মুজারাবানির কোনাকোনিভাবে বেরিয়ে যাওয়া বল খেলতে গিয়ে বল ডেকে এনে বোল্ড হন নাঈম। অফস্টাম্পের বাইরের বল খেলে কাভারে সিকান্দার রাজার হাতে ধরা পড়ার আগে সৌম্য করেন ৭ বলে ৮ রান।
পাওয়ার প্লের ৬ ওভারে ৪২ রান তুলে বাংলাদেশ। মাসাকাদজার বলে আউট হওয়ার আগে সাকিব করেন ১০ বলে ১২ রান। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশ দল। এরপর মাসাকাদজাকে টেনে লং-অন দিয়ে মারতে গিয়ে মুসাকান্দার হাতে ক্যাচ দিয়ে আউট হন অধিনায়ক মাহমুদউল্লাহ।
জিম্বাবুয়ের সফল বোলার মাসাকাদজার বলে তুলে মারতে গিয়ে লং অফে ধরা রায়ান বার্লের হাতে ধরা পড়েন মেহেদি হাসান। বলের ব্যবধানে ২ উইকেট হারিয়ে নাজেহাল বাংলাদেশের ৫৩ রানেই আউট ৫ ব্যাটসম্যান।
আগের ম্যাচে দুর্দান্ত খেলা নুরুলও ভরসার পাত্র হতে পারেনি। চাতারার বলে আউট হয়ে ফিরেছেন ৯ রান করে। আফিফ দলকে জয়ের স্বপ্ন দেখালেও চাতারার বলে আউট হয়ে যান ২৪ রানে।
অভিষেকেই ২টি ছয় ও ৩টি চারের মাধ্যমে শামীম করেন ১৩ বলে ২৯ রান। শামীমের আউটের পরে আর কেউ বলার মতো রান করতে পারেননি। বাংলাদেশ থামে ১৪৩ রানে।
জিম্বাবুয়ের পক্ষে লুক জঙ্গুয়ে ও মাসাকাদজা নিয়েছেন ৩টি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন ওয়েসলি মাদভেরে।
সিরিজের শেষ টি-টোয়েন্টি আগামীকাল শনিবার সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।