সাকিব আল হাসানের অল রাউন্ডিং পারফরম্যান্সে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। সাকিবও হয়েছেন সিরিজ সেরা। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়েও সুসংবাদ পেয়েছেন সাকিব। ওয়ানডের বোলিং ও ব্যাটিং র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বিশ্বসেরা এই অল রাউন্ডার।
ওয়ানডে বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে সাকিব উঠে এসেছেন আটে, আর ব্যাটিংয়ে ৩ ধাপ এগিয়ে উঠে এসেছে ২৮ নম্বরে। অলরাউন্ডারের তালিকায় নিজের শীর্ষস্থান তো ধরেই রেখেছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজের তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বল হাতে সাকিবের শিকার ৮ উইকেট। ব্যাট হাতে করেছেন ১৪৫ রান।
বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবালও উন্নতি করেছেন র্যাঙ্কিংয়ে। সিরিজে দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে এক ধাপ এগিয়ে ব্যাটিং র্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন ২৩ নম্বরে।
ওয়ানডেতে ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে আছেন যথাক্রমে বাবর আজম, বিরাট কোহলি, রোহিত শর্মা, রস টেলর ও অ্যারন ফিঞ্চ।
বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে আছেন যথাক্রমে ট্রেন্ট বোল্ট, মুজিব উর রহমান, ক্রিস ওকস, মেহেদী হাসান মিরাজ ও ম্যাট হেনরি।