• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

বিসিবি নির্বাচনে পাইলটকে হারালেন স্বপন 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৬:১৮ পিএম
বিসিবি নির্বাচনে পাইলটকে হারালেন স্বপন 
ছবি: সংগৃহীত


বিসিবি নির্বাচনে পাইলটকে হারালেন স্বপন 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী পর্ষদের নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে পরিচালক পদের জন্য নির্বাচনে অংশ নিয়েছিলেন খালেদ মাসুদ পাইলট। তার প্রতিদ্বন্ধী ছিলেন পাবনা জেলা ক্রীড়া সংস্থার মো. সাইফুল আলম স্বপন চৌধুরী। বিসিবির এ নির্বাচনে স্বপন চৌধুরীর কাছেই হার মানলেন টাইগারদের সাবেক অধিনায়ক পাইলট। 

সাবেক টাইগার অধিনায়কে ৫-৩ ভোটে হারিয়েছেন স্বপন। 

রাজশাহী বিভাগে মোট ভোটার ছিলেন ৮ জন। তাদের মধ্যে ৫ জন ভোট দিয়েছেন স্বপনকে আর বাকি তিন জনের ভোট পেয়েছেন পাইলট।  
এর আগেও বিসিবি পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে বোর্ডে দায়িত্ব পালন করেছেন স্বপন। তবে এবারই প্রথম নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন পাইলট।

নির্বাচনে হারার পর পাইলট বলেন, ‘আমি আমার কাউন্সিলর যারা ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হয়তো আমার যে সতীর্থ ছিলেন, তাকে বেশি যোগ্য মনে করেছেন। তাই তাকে ভোট দিয়েছেন। আশা করি তার মাধ্যমে রাজশাহী ও বাংলাদেশের ক্রিকেট যেন খুব ভালো মতো সার্ভ হয়। হয়তো আমি আমার স্বপ্ন নিয়ে এসেছিলাম। তারা হয়তো তাকে বেশি ট্রাস্ট করেছে, এজন্য ভোট দিয়েছে।’

পাইলট আরও বলেন, ‘আমার কাছে মনে হয়েছে যারা কাউন্সিলর তাদের ভোটটা গুরুত্বপূর্ণ। তারাই আসলে বিচার করবে কোন মানুষকে আনা উচিত। তারা হয়তো আমার প্রতিপক্ষকে আরও যোগ্য মনে করেছেন। আমার স্বপ্ন ছিল আমি আসবো।’

Link copied!