• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

বিসিবিতে বকেয়া টাকার দাবিতে ছয় নারী ক্রিকেটার


ফারজানা ববি
প্রকাশিত: মে ১১, ২০২২, ০৩:৫১ পিএম
বিসিবিতে বকেয়া টাকার দাবিতে ছয় নারী ক্রিকেটার
ছবি- সংগৃহীত

নারী প্রিমিয়ার লিগ আয়োজন করার জোর প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতিকে সামনে রেখে আজ বিসিবিতে ক্রিকেটারদের দলবদল হতে চলেছে। এই দলবদলের প্রথম দিন ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা।

বিসিবিতে ছয় নারী ক্রিকেটার তাদের পাওয়া টাকা আদায়ের জন্য চিঠি দিয়েছেন। এই নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হলেন তারা। ছয় ক্রিকেটার হলেন শায়লা শারমিন, রুপা মন্ডল, কুবরা, ইতি মন্ডল, শম্পা ও তাজিয়া আক্তার।

জানা যায়, ২০১৯ মৌসুমে নারী প্রিমিয়ার লিগে শেখ রাসেল  ক্রীড়া চক্রের হয়ে খেলেছিলেন এই ছয় নারী ক্রিকেটার। চুক্তি অনুয়াযী ক্লাবের কাছে তারা এখনো সাড়ে ৬ লাখ টাকা পান। ক্লাব থেকে নানান সময়ে অর্থ পরিশোধের আশ্বাস দিলেও টালবাহানা করে টাকা আটকে দেওয়া হয়। ক্রিকেটারদের পক্ষ থেকে বলা হয়,   টাকা পরিশোধ করা না হলে শেখ রাসেলকে যেন দলবদলে অংশ নিতে দেওয়া না হয়।

বকেয়া টাকার প্রসঙ্গে শায়লা শারমিন বলেন, "তারা আমাদের বকেয়া টাকাটা আটকে রেখেছে। অনেকবার বলেও সমাধান হয়নি। তাই আমরা সবাই মিলে বোর্ডে এসে চিঠি দিলাম।"

Link copied!