বিশেষ অবদানের জন্য ৯ খেলোয়াড়কে সম্মাননা


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২১, ০৮:৩৮ পিএম
বিশেষ অবদানের জন্য ৯ খেলোয়াড়কে সম্মাননা

ফরিদপুরে খেলাধুলায় বিভিন্ন ইভেন্টে গুণী খেলোয়াড়দের বিশেষ সনদ ও সম্মাননা দেওয়া হয়েছে। এতে পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের সম্মাননা স্মারক ও ক্রেস্ট বিতরণ করেন জেলা প্রশাসক অতুল সরকার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৫ আগস্ট) এ গুণী খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়েরা দীর্ঘদিন ধরে ফরিদপুর জেলায় নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখার কারণে এ পুরস্কার লাভ করেন।

পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়েরা হচ্ছেন মতিউর রহমান মোকসেদ (ফুটবল), আমিনুর রহমান ফরিদ (হ্যান্ডবল), মোখলেসুর রহমান বাবলু (ক্রিকেট), গোলাম মহিউদ্দিন তসলিম (অ্যাথলেটিক্স), মুসা মিয়া (হকি), আব্দুল আলিম (ভলিবল), মাসুদুর রহমান চুন্নু (আর্চারি), রেখা আক্তারী (কাবাডি) এবং জহিরুল ইসলাম আলী (কারাতে)

খেলা বিভাগের আরো খবর

Link copied!