• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

বাটলারের ব্যাট থেকে আসরের প্রথম সেঞ্চুরি


ফারজানা ববি
প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ১১:০৮ পিএম
বাটলারের ব্যাট থেকে আসরের প্রথম সেঞ্চুরি
জস বাটলার

রাঙানো দিন বুঝি একেই বলে। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের সেরা মুহূর্তটা উপভোগ করছেন ইংল্যান্ড তারকা ক্রিকেটার জস বাটলার। আসরের প্রথম সেঞ্চুরি আসলো তার ব্যাট থেকে।

সোমবার (১ নভেম্বর) শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড। এই ম্যাচে ইংলিশ ব্যাটার বাটলার ৬৭ বলে অপরাজিত ১০১* রান করেন। তার ইনিংসটি সাজানো ৬টি চার ও সমানসংখ্যক ছক্কায়। তার সেঞ্চুরিতে ভর দিয়ে ইংল্যান্ড ৪ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে নিরাপদ লক্ষ্য ছুড়ে দেয় লঙ্কানদের।

এটাই বাটলারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। অন্যদিকে ইংলিশ ব্যাটারদের মধ্যে বাটলার দ্বিতীয় ব্যাটার হিসেবে এই সংস্করণের বিশ্বকাপে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন।

তবে সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করা নবম ব্যাটার বাটলার। এই তালিকা সবার আগে নাম লেখান ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। ২০০৭ সালের আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেন স্বঘোষিত এই ‘ইউনিভার্সেল বস’। সেই সঙ্গে টুর্নামেন্টের একমাত্র ব্যাটার হিসেবে দ্বিতীয়বার সেঞ্চুরি করেন ২০১৬ সালের আসরে ইংলিশদের বিপক্ষে।

এছাড়া ভারতের সুরেশ রায়না, শ্রীলঙ্কার ধনাঞ্জায়া ডি সিলভা, নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককালাম, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, পাকিস্তানের আহমেদ শেহজাদ ও বাংলাদেশের তামিম ইকবাল একটি করে সেঞ্চুরি করেছেন।

Link copied!