বাংলাদেশ সফর স্থগিত করল ইংল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ০৭:৩১ পিএম
বাংলাদেশ সফর স্থগিত করল ইংল্যান্ড

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আশার কথা থাকলেও তা স্থগিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আইপিএলের বাকি ম্যাচ খেলার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইংলিশরা। 

বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু সেপ্টেম্বরে আইপিএলের বাকি অংশ আয়োজন করবে ভারত। শুরুতে দেশের হয়ে খেলতে চাইলেও এখন বেঁকে বসেছেন ইংলিশ ক্রিকেটাররা। 

এর আগে আইপিএল খেলার জন্য কোনো খেলোয়াড়কে ছুটি দেওয়া হবে না বলে জানিয়েছিলেন ইসিবি। ভারতের সঙ্গে চার ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ছুটি পাবেন ইংলিশ ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজের আগে যাদের ইচ্ছা তারা ছুটি কাটাতে পারবেন ও বাকিরা ইচ্ছা করলে আইপিএলে খেলতে পারবেন। এবার খেলোয়াড়দের ইচ্ছাকেই প্রাধান্য দিচ্ছে ইসিবি।  

৮ আগস্ট শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর শেষ হবে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ। আর আইপিএল শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। 

Link copied!