• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

বাংলাদেশে পৌঁছেছে অস্ট্রেলিয়া 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ০৬:৫৮ পিএম
বাংলাদেশে পৌঁছেছে অস্ট্রেলিয়া 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কানতাস এয়ারওয়েজের একটি বিমানে আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল ৪টা ১১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে অজিরা। 

বিকেলে বাংলাদেশে অবতরণের পর সরাসরি জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছে সফরকারীরা। অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ থেকে। ইনজুরির কারণে অস্ট্রেলিয়া দলের সঙ্গে আসেননি নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে এখন পর্যন্ত অজিরা তাদের অধিনায়কের নাম প্রকাশ করেনি। 

এদিকে জিম্বাবুয়ে থেকে তিন তিনটি সিরিজ জয় করে আজ সকালে দেশে ফিরেছে টাইগাররা। সকালে জিম্বাবুয়ে থেকে ফিরে হোটেলের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া সিরিজে চোটের কারণে বাংলাদেশ দলে নেই ওপেনার তামিম ইকবাল। আরেক ওপেনার লিটন দাসও এ সিরিজে নেই পারিবারিক কারণে। 

দুই দলের খেলোয়াড়, ম্যাচ অফিশিয়াল, কোভিড প্রোটোকল কর্মকর্তা সবাই রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে অবস্থান করবে। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে দুই দলই অনুশীলনে নামবে।

অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ দল


মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন।

অস্ট্রেলিয়ার স্কোয়াড


অ্যাশটন অ্যাগার, ওয়েজ অ্যাগার, জেসন বেহ্রেন্ডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজেলউড, ময়েসেস হেনরিকস, মিচেল মার্শ, রাইলি মেরেডিথ, বেন ম্যাকডরমট, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড (সহ অধিনায়ক), অ্যাডাম জাম্পা।
 

Link copied!