জিম্বাবুয়ে গিয়ে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয় করেছে বাংলাদেশ। এবার পালা টি-টোয়েন্টি সিরিজ জয়ের। সেই লক্ষ্যে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মাঠে নামবে মাহমুদউল্লাহর নেতৃত্বে বাংলাদেশ।
এদিকে প্রতিপক্ষ জিম্বাবুয়েও প্রস্তুতি নিচ্ছে টাইগারদের মোকাবেলা করার। টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে তারা। এই সংস্করণে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) জানিয়েছে, ১ আগস্ট থেকে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরে যাবে জিম্বাবুয়ে। তাই অধিনায়ক ব্রেন্ডন টেলরকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলে দলকে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা।
টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই টানা (২২, ২৩ ও ২৪ জুলাই) অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে হারারেতে।
টি-টোয়েন্টি সিরিজের জিম্বাবুয়ে দল:
রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গুয়ে, তিনাশি কামুনহুকামুয়ে, ওয়েলসি মাধেভেরে, তিদাওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, ব্লেসিং মুজারাবা, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো।