• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

বাংলাদেশকে হারিয়ে দেশকে আনন্দ উপহার দিতে চায় শ্রীলঙ্কা


ফারজানা ববি
প্রকাশিত: মে ১০, ২০২২, ০৪:১৩ পিএম
বাংলাদেশকে হারিয়ে দেশকে আনন্দ উপহার দিতে চায় শ্রীলঙ্কা
ফাইল ছবি

শ্রীলঙ্কায় এখন রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন। মন্ত্রীদের জনসম্মুখে হেনস্থা করা হচ্ছে। মন্ত্রীদের ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। লঙ্কায় এখন ভবিষ্যৎ অনিশ্চিত।

এই অনিশ্চিত সময়ের মধ্যে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। দেশের এমন কঠিন পরিস্থিতিতে ভালো নেই শ্রীলঙ্কার জনগণ। তবে বাংলাদেশের বিপক্ষে জয়ের মাধ্যমে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চান লঙ্কান দলের সহকারী কোচ নাভিদ নওয়াজ।

সাবেক বাঁহাতি ব্যাটার নাভিদ বলেন, "দেশের খারাপ পরিস্থিতি আমাদের ওপর প্রভাব ফেলেনি। কারণ ক্রিকেটাররা অনুশীলন নিয়ে ব্যস্ত ছিল। দুই মাস ধরেই তারা কঠোর পরিশ্রম করেছে। আমাদের ওপর কোনো প্রভাবের নজির এখনো পাইনি।"

তিনি আরও বলেন, “আমাদের ওপর প্রভাব না পড়লেও দেশে ইতিবাচকের চেয়ে নেতিবাচক দিক বেশি। ক্রিকেট জনগণের ওপর প্রভাব ফেলে। জয় নিয়ে দেশে ফিরতে পারলে খারাপ সময়ে দেশের মানুষ আনন্দিত হবে। বিশেষ করে দেশের তরুণ প্রজন্মকে উৎসাহিত করা যাবে।"

প্রসঙ্গত, আজ মঙ্গলবার (১০ মে) থেকে শুরু হওয়া বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতিমূলক ম্যাচ শেষে শ্রীলঙ্কা ক্রিকেট দল চট্টগ্রামে চলে যাবে। সেখানে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৫ মে। পরে ঢাকার মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৩ মে।

Link copied!