টি-টোয়েন্টি বিশ্বকাপে এক মাত্র জয়ের খোঁজে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা বোলারদের তোপের মুখে পরে বাংলাদেশ। ফলে টেনেটুনে স্কোরবোর্ডে ৮৪ রান করতে পারে টাইগাররা। ছোট লক্ষ্যকে সামনে রেখে ৩৯ বল হাতে রেখে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়রা। এ জয়ে সেমি ফাইনালের পথ অনেকটা সুগম হল তাদের।
ছোট লক্ষ্যকে তাড়া করতে নেমে খুব একটা তাড়াহুড়া ছিল না প্রোটিয় ব্যাটারদের মধ্যে। কুইন্টন ডি কক ও রেজা হেনড্রিস্কের উদ্বোধনী জুটিতে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে বোলিংয়ে ওপেন করতে আসেন স্পিড স্টার তাসকিন আহমেদ।
প্রথম ওভারেই রেজা হেনড্রিস্ককে এলবিডব্লিওর ফাঁদে ফেলেন তাসকিন। ৫ বলে ৪ রান করে ফিরেন তিনি।
এরপর ডি কক ও ভ্যান ডার ডুসেনের জুটিতে জয়ের দিকে আগাতে থাকে তারা। কিন্তু আঘাত হানেন মেহেদী হাসান। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে ওপেনিং ব্যাটার ডি কককে বোল্ড করেন মেহেদী। ডি ককের ব্যাট থেকে আসে ১৫ বলে ১৬ রান।
আজকের ম্যাচে দুর্দান্ত বল করেন তাসকিন আহমেদ। এইডেন মার্করামকে নাঈমের হাতে ক্যাচ বানিয়ে উইকেট তুলে নেন তিনি। কোন রানই করতে পারেননি এইডেন।
দলীয় ৮০ রানের মাথায় নাসুম আহমেদের বলে শরিফুলের দুর্দান্ত ক্যাচে আউট হন ভ্যান ডার ডুসেন। তার ব্যাট থেকে আসে ২৭ বলে ২২ রান।
এরপর অধিনায়ক বাভুমা ও ডেভিড মিলার মিলে কোন উইকেট হারাতে দেননি। বাভুমা অপরাজিত থাকেন ৩১ রানে আর মিলার ৫ রানে। ফলে ৩৯ বল হাতে রেখে ৬ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের হয়ে দুই উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী ও নাসুম আহমেদ।