• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

পয়েন্ট বেড়েও দশম স্থানে টাইগাররা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১, ০৪:৪৪ পিএম
পয়েন্ট বেড়েও দশম স্থানে টাইগাররা 

ক্রিকেটের ছোট সংস্করণে ভালো করার সুবাদে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। পর পর দুইটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের কারণে ১২ পয়েন্ট জিতে নিয়েছে টাইগাররা। পয়েন্ট বাড়লেও আগের মতো দশম অবস্থানেই রয়েছে মাহমুদউল্লাহর দল। 

টি-টোয়েন্টিতে সর্বশেষ দুই সিরিজই জিতেছে বাংলাদেশ। জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ জিতেছে বাংলাদেশ। এরফলস্বরূপ ১২ পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশের রেটিং পয়েন্টে। অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে ২২২ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। এখন তা বেড়ে হয়েছে ২৩৪। 

এদিকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরে এক ধাপ নিচে চলে গিয়েছে অস্ট্রেলিয়া। অজিরা বর্তমানে অবস্থান করছে ৬ নম্বরে।  

বাংলাদেশের সমান ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছে নবম স্থানে।

র‍্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড। এরপরে ভারত দ্বিতীয়, তৃতীয় নিউজিল্যান্ড, চতুর্থ পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা পঞ্চম স্থানে রয়েছে।

Link copied!