• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬
নারী বিশ্বকাপ 

প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী ইংল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২২, ০২:০৭ পিএম
প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী ইংল্যান্ড
ছবি- আইসিসি

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের বাকি আর মাত্র ১ ম্যাচ। ক্রাইস্টচার্চে দ্বিতীয় সেমি ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। যেখানে ব্যাটিংয়ে নেমে তিনশো রানের কাছাকাছি স্কোর করার পর বোলিংয়ে প্রোটিয়াদের পরাস্ত করে ১৩৭ রানের জয় পেয়েছে হেদার নাইটের নেতৃত্বাধীন দল। ফলে আগামী রোববার একই ভেন্যুতে ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দ্বিতীয় সেমি ফাইনালে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ১০ রানে ট্যামি বিউমন্টকে বিদায় করে ম্যারিজানে কেপ। তবে আরেক ওপেনার ড্যানি ওয়াট ক্রিজে পাকাপোক্ত হয়ে রান তুলতে থাকেন। অধিনায়ক হেদার নাইট ফিরে যান দলীয় ৫১ রানে। 

এরপর ন্যাট সেভিয়ার, অ্যামি জোন্স কেউই বেশিক্ষণ টিকতে পারেননি৷ পঞ্চম উইকেটে দলের সেরা পারফর্মার ওয়াটকে হারায় দল। তিনি দলের পক্ষে সর্বোচ্চ ১২৫ বলে ১২৯ রান করেন। ওয়াটের বিদায়ের পর সোফিয়া ডাঙ্কলের ৬০ রান দলের পক্ষে ভালো অবদান ছিল। ইংলিশদের ইনিংস থামে ৮ উইকেটে ২৯৩ রানে।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানে পরপর দুই ওপেনারকে হারায় দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ব্যাটার সারা গুডঅল দলীয় অধিনায়ক সুনে লুসকে সাথে নিয়ে কিছুটা প্রতিরোধের ইঙ্গিত দেন। তবে সঙ্গ দেননি লুস। তিনি আউট হলে তার খানিক পরে সারাও একই পথে হাঁটেন। 

মিগনন ডি প্রিজ (৩০), ম্যারিজানে কেপের (২১) ইনিংস দলের জয়ের জন্য অপ্রতুল ছিল। এছাড়া শেষদিকে তৃশা চেটি ২১ রান করেন। ইংলিশদের বোলিং তোপে ৩৮ ওভারে ১৫৬ রানে মুখ থুবড়ে পড়ে প্রোটিয়াদের ইনিংস। ইংল্যান্ড জয় পায় ১৩৭ রানে।

আগামী ৩ এপ্রিল, রোববার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

Link copied!