বিশ্বকাপের বাঁচা-মরার ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামে বাংলাদেশ।
২৭ বলে তিনটি করে চার ও ছয়ে ফিফটি তুলে নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
১৭ ওভার শেষে ৪ উইকেটে হারিয়ে ১৪২ রান করেছে বাংলাদেশ।
চার্লস আমিনির অসাধারণ ক্যাচে ৪৬ রান করে ফিরলেন সাকিব। তিনটি ছয়ের মাধ্যমে ৩৭ বলে এ রান করেন তিনি।
আতাইয়ের বলে ডিপ স্কয়ারে হিরিহিরির হাতে ক্যাচ দিয়ে আউট হন মুশফিকুর রহিম। তার ব্যাট থেকে আসে ৮ বলে মাত্র ৫ রান।
ডিপ মিড উইকেটে আসাদ ভালার বলে বাওয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন লিটন দাস। ২৩ বলে ২৯ রান করেছেন তিনি।
পাওয়ার প্লের ছয় ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৫ রান তুলেছে বাংলাদেশ।
ইনিংসের দ্বিতীয় বলে ডিপ স্কয়ার লেগে সিজ বাওয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন টাইগার ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। ইনিংসের প্রথম ওভারেই উইকে্ট তুলে নেন কাবুয়া মরিয়া।
বাংলাদেশের একাদশ
নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
পাপুয়া নিউগিনির একাদশ
লিগা সাইকা, আসাদ ভালা, চার্লস আমিনি, শিষ বাও, সিমন আতাই, হিরি হিরি, নরম্যান ভানুয়া, কিপ্লিন দরিগা, চাঁদ সপার, কাবুয়া মরিয়া ও দামিয়েন রাভু।