• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

পেশাদার বক্সিংয়ে মোহাম্মদ আলীর নাতি নিকো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৭:২৯ পিএম
পেশাদার বক্সিংয়ে মোহাম্মদ আলীর নাতি নিকো

পেশাদার বক্সিংয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মোহাম্মদ আলী। আমেরিকান এই বক্সার তিন দশক পারকিনসনস ডিজিজে ভুগে ২০১৬ সালে মারা গেছেন। তবে এবার মোহাম্মদ আলীর নাতি নিকো আলী ওয়ালশ নামছেন পেশাদার বক্সিংয়ের মঞ্চে। 

দাদার খ্যাতির পরম্পরা নিকো ধরে রাখতে পারবেন কি না, সেটি সময়ই বলে দিবে। তবে আগামী ১৪ আগস্ট পেশাদার বক্সিংয়ে তার অভিষেক হতে যাচ্ছে। আমেরিকান প্রোমোটার বব অ্যারামের সাথে যোগ দিয়েছেন নিকো। অ্যারাম মোহাম্মদ আলীর ২৭টি ফাইটের প্রোমোটার ছিলেন। বর্তমানে ব্যবসায় শিক্ষার শেষ বর্ষে থাকা তরুণ নিকো বলেন, “আমার দাদা যে বক্সিংয়ের পরম্পরা তৈরি করেছিলেন, তা চালিয়ে নিতে পেরে সম্মানিত বোধ করছি। এই দায়িত্ব হালকাভাবে নিচ্ছি না।” 

মোহাম্মদ আলীর ঝুলিতে ছিল তিনবারের ওয়ার্লড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং ১৯৯৯ সালে তিনি বিবিসির সেরা খেলোয়াড় ব্যক্তিত্ব নির্বাচিত হন। মোহাম্মদ আলীকে সর্বপ্রথম ১৯৬৬ সালে প্রোমোট করেন অ্যারাম। ৮৯ বছর বয়সী এই প্রোমোটার আলীর নাতিকে নিয়েও বেশ আশাবাদী। তিনি বলেন, “নিকোর দাদা অনেক ভালো ফাইটার ছিলেন। এত বছর পর তার নাতির পেশাদার বক্সিংয়ের অভিষেক করাতে হবে, কে জানত? আশা করি নিকো দাদার সাফল্য ধরে রাখবে।” 

এখন পর্যন্ত নবীন নিকো আলী মোট ৩০টি অ্যামেচার ফাইটে অংশ নিয়েছেন।

Link copied!