• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

বক্সিংয়ে দেশের প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২১, ২০২২, ০৪:৫৬ পিএম
বক্সিংয়ে দেশের প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়
ছবি সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে আয়োজিত হয়েছে আন্তর্জাতিক পেশাদার বক্সিং। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে আয়োজিত হওয়া পেশাদার এই বক্সিং আসরে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন সুরোকৃষ্ণ চাকমা।

গত বৃহস্পতিবার শুরু হওয়া ‍‍‘আলটিমেট গ্লোরি ফাইট নাইট’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের প্রথম পেশাদার বক্সার সুরোকৃষ্ণ। তিনি চার রাউন্ডের খেলায় নেপালের শক্ত প্রতিপক্ষ মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়েছেন।

পেশাদার বক্সিংয়ে এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জন। সুরোকৃষ্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি জগন্নাথ হলের বাসিন্দা। পড়ছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে।

চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত সুরোকৃষ্ণ। বাংলাদেশকে স্বর্ণপদক উপহার দিতে পেরে গর্বিত জানিয়ে তিনি বলেন, “আমি সত্যিই ভীষণ খুশি। এই প্রতিযোগিতা আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। নিজের দেশের পতাকা সবার সামনে তুলে ধরতে পেরে আনন্দিত। সত্যি এতে অন্যরকম ভালো লাগা কাজ করে।”

Link copied!