পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর মাঠে গড়াবে ২০২২ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও আন্তর্জাতিক সূচির সঙ্গে যাতে সংঘর্ষ না হয় এই বিষয়টা মাথায় রেখে ছয় ফ্র্যাঞ্চাইজিরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। এবারের আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে করাচি ও লাহোরে।
আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে আসবে অস্ট্রেলিয়া। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার এ দ্বিপাক্ষিক সিরিজ শেষে এপ্রিল-মে মাসে শুরু হবে আইপিএল। অস্ট্রেলিয়ার এ সফর নিয়ে উচ্ছ্বসিত পাকিস্তান।
এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান পাকিস্তানের একটি গণমাধ্যমকে বলেন, ‘২২ বছর পর অস্ট্রেলিয়া আসবে পাকিস্তান সফরে। আমরা যদি তাদের ভালো আতিথেয়তা না করি তাহলে আগামী ৩-৪ বছর তাদের বিপক্ষে খেলার সময় পাওয়া কঠিন হয়ে যাবে।’
এবার অবশ্য পিএসএল ও বিগ ব্যাশ চলবে কাছাকাছি সময়ে। ৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে বিগ ব্যাশ চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। তাই এই সিরিজে অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড়দের পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।