হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষার পালা শেষ হচ্ছে। রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ক্রিকেট বিশ্বের দৃষ্টি এখন এই ম্যাচটিকে ঘিরে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এ পর্যন্ত ৫ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। প্রত্যেকবারই চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারের তিক্ত স্মৃতি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানকে। কিন্তু সেই স্মৃতির পুনরাবৃত্তি চায় না তারা। সেই জন দরকে উদ্বুদ্ধ করতে বড় অংকের বোনাসের ঘোষণা দিয়ে রেখেছে পিসিবি।
এদিকে রোববারের ম্যাচে পাকিস্তানের জয়ের ব্যাপারে আশাবাদী খোদ দেশটির প্রধানমন্ত্রী ও পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। তার বিশ্বাস, এবার ভারতের বিপক্ষে জয় পাবে পাকিস্তান।
ইমরান খান বলেছেন, “ভারতকে হারানোর মতো প্রতিভা এই দলে আছে। ইনশাআল্লাহ, পাকিস্তান অবশ্যই কাল (রোববার) ভারতকে হারাবে।”
এদিকে জয়ের বিষয়ে আশাবাদী বাবর আজমও। অতীতের রেকর্ড নিয়ে বাবতে রাজী নন তিনি। তার কথায়, “সত্যি বলতে, অতীতকে আমরা পেছনে ফেলে এসেছি। ম্যাচের দিন আমরা আমাদের সামর্থ্য ও আত্মবিশ্বাস ব্যবহার করে জিততে চাই।”