• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

নেদারল্যান্ডসকে ৪৪ রানে গুড়িয়ে দিল লঙ্কানরা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০৯:০২ পিএম
নেদারল্যান্ডসকে ৪৪ রানে গুড়িয়ে দিল লঙ্কানরা 

টি-টোয়েন্টি বিশ্বকাপের 'এ' গ্রুপে ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে নামিবিয়া। পরের পর্বে জায়গা করে নিলেও এই গ্রুপ থেকে কে হবে চ্যাম্পিয়ন তার লক্ষ্য নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামে শ্রীলঙ্কা। নেদারল্যান্দস আগেই বাদ পড়ায় এই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যাবে তারা। 
 
গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুতেই লঙ্কান বোলারদের তান্ডবে পরে একের পর এক উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। 

প্রথম ওভারেই ম্যাক্স ও'দোদের উইকেট হারায় নেদারল্যান্ডস। ২ রান করে রান আউটে কাটা পড়েন তিনি। তৃতীয় ওভারে থিকশানার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন বেন কোপার। তার ব্যাট থেকে আসে ৮ বলে ১০ রান। এ ওভারেই ওপেনার স্টিফেন মাইবার্গকে বোল্ড করে ফেরান থিকশান। ৫ বলে ৫ রান করেন তিনি। 

ইনিংসের পঞ্চম ওভারে দুই উইকেট তুলে নিয়ে নেদারল্যান্ডসের ব্যাটিং মেরুদন্ড ভেঙ্গে দেন হাসারাঙ্গা ডি সিলভা। কলিন অ্যাকেরম্যানকে ও বাস ডি লিডি দুইজনকেই এলবিডব্লিওর ফাঁদে ফেলেন তিনি। 

পাওয়ার প্লের ৬ ওভার শেষে আরও উইকেট হারিয়ে ৬ উইকেটে ৩৭ রান করতে পারে নেদারল্যান্ডস। শেষের দিকের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। 

১০ ওভারে সব উইকেট হারিয়ে ৪৪ রান করতে পারে নেদারল্যান্ডস। 

লঙ্কানদের হয়ে লাহিরু কুমারা ও হাসারাঙ্গা ডি সিলভা নিয়েছেন তিনটি করে উইকেট। মাহিষ থিকশানর শিকার দুই উইকেট। এছাড়া একটি উইকেট নিয়েছেন চামিরা। 

Link copied!