• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

নিউজিল্যান্ড সিরিজে ফিরলেন মুশফিক ও লিটন 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০৪:২৮ পিএম
নিউজিল্যান্ড সিরিজে ফিরলেন মুশফিক ও লিটন 

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে ১৯ সদস্যর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

গত সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। আর স্কোয়াডে ফিরেছেন দেশসেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম অপেনার লিটন কুমার দাস, আমিনুল ইসলাম বিপ্লব। 

বাংলাদেশ দল: 

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ। 

২৪ আগস্ট পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবেন ব্ল্যাক ক্যাপসরা।

১ সেপ্টেম্বর শুরু হয়ে ১০ সেপ্টেম্বর শেষ হবে ক্রিকেটের ছোট সংস্করণের জমজমাট লড়াই। বাকি ম্যাচগুলো হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। পাঁচ ম্যাচের সব কটি হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!