নামিবিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করে ৪ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। অর্থাৎ, এই ম্যাচ জিততে হলে ১৬৪ রান করতে হবে নামিবিয়াকে।
ব্যাট করতে নেমে নামিবিয়ার বোলারদের চাপে পড়ে নিউজিল্যান্ড। দলীয় ৪৩ রানে দুই ওপেনারকে হারায় কিউইরা। মার্টিন গাপটিল ১৮ ও ড্যারিল মিচেল ১৯ রান করে আউট হন। তিন নামা কেন উইলিয়ামসন ২৮ রান করে আউট হন।
ইনিংসের প্রথম ১৫ ওভারে খুব একটা সাবলীল ছিলেন না কিউই ব্যাটাররা। শেষ ৫ ওভারে ১৪ উপরে করে রান তোলেন তারা। গ্লেন ফিলিপস ২১ বলে অপরাজিত ৩৯* ও জেমস নিশাম ২৩ বলে ৩৫* অপরাজিত ছিলেন।