• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

নাঈমের হাফ সেঞ্চুরি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ০৫:২১ পিএম
নাঈমের হাফ সেঞ্চুরি

শ্রীলঙ্কার বিপক্ষে বেশ মারমুখী ব্যাট করছেন মোহাম্মদ নাঈম। লিটন দাস ও সাকিব আল হাসানের বিদায়ের পর দলের রানের চাকা গতিশীল রাখছেন তিনি। এরই মধ্যে হাফ সেঞ্চুরির পূর্ণ করেছেন নাঈম। এটি আসরে তার দ্বিতীয় অর্ধশত। এর আগে বাছাইপর্বে ওমানের বিপক্ষে ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট ১১৮ রান। ব্যাট করছেন মুশফিকুর রহিম (৩৪*) ও মোহাম্মদ নাঈম (৫৬*)।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করছিলেন লিটন দাস ও মোহাম্মদ নাঈম। কিন্তু ষষ্ঠ ওভারের পঞ্চম বলে লাহিরু কুমারাকে তুলে মারতে গিয়ে মিড অফে দাসুন শানাকার তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন লিটন। তার আগে ১৬ বলে ১৬ রানই তুলতে পারেন এই ওপেনার।

অন্যপ্রান্তে নাঈম অবশ্য বেশ সাবলীলই খেলছেন। সব মিলিয়ে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৪১ রান তোলে বাংলাদেশ।

লিটনের বিদায়ের পর মাঠে নামেন সাকিব আল হাসান। তিনিও নেমেই চড়াও হন লঙ্কান বোলারদের ওপর। কিন্তু চামিকা করুনারত্নের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ১০ রানেই থেমে যায় বিশ্বসেরা এই অল রাউন্ডারের ইনিংস। 

Link copied!