• ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৬

দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে সিরিজ বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ০৯:৩৮ পিএম
দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে সিরিজ বাংলাদেশের

হারারেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমেই জিম্বাবুয়ে ব্যাটসম্যানরা যেমন সব বিস্ফোরক শট খেলতে শুরু করেছিলো। বাংলাদেশও তার ব্যাতিক্রম করেনি। যদিও উইকেট জিম্বাবুয়ের তুলনায় একটু তাড়াতাড়িই পড়েছিলো। তবুও ব্যাটসম্যানদের অসাধারণ ব্যাটিংয়ে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে সিরিজ জিতলো বাংলাদেশ।

উইকেট ব্যাটিং সহায়ক হলেও ১৯৪ রান তাড়া করে জেতা কখনোই সহজ নয়। আগের ম্যাচে ১৬৭ রান তাড়া করতে গিয়ে ব্যাটসম্যানরা যেমন খেই হারিয়ে ফেলেছিলেন আজ ছিলো তার উল্টা। দারুন সব শট খেলে ৫ উইকেটের জয় তাও আবার ৪ বল হাতে রেখেই।

ব্যাটে-বলে দারুন পারফরম্যান্স করেছেন সৌম্য সরকার। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ৬৮ রানের ইনিংস খেলে ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার সৌম্য সরকারের।
 
এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় জয়। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে ২১৫ রান তাড়ায় জয়টিই ছিল সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। টি-টোয়েন্টিতে বাংলাদেশের চতুর্থ সিরিজ জয় এটি। তিনটি জয়ই এলো দেশের বাইরে।

এবারের জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটি জয়ের পর টি-টোয়েন্টি সিরিজও জিতল বাংলাদেশ। এ সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্র। 

Link copied!