• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

দায়িত্বশীল ক্রিকেট খেলতে চান লিটন 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৯:১১ পিএম
দায়িত্বশীল ক্রিকেট খেলতে চান লিটন 

প্রথম দুই ম্যাচ জিতে তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল সিরিজ জয়ের। কিন্তু জয় তো দূরে থাক, বাংলাদেশ করে বসে লজ্জার রেকর্ড। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড করে টাইগাররা। সিরিজের চতুর্থ ম্যাচে এসে কি জয় দেখা দিবে নাকি সমতায় ফিরবে সফরকারীরা, তা এখন দেখার পালা। তবে ব্যাটসম্যানদের পক্ষ থেকে দায়িত্ব নিতে চান লিটন দাস। 

তামিমের অনুপস্থিতে ওপেনিং জুটি যেন নিজেদের হারিয়ে খুঁজছিল। অজিদের বিপক্ষে না থাকলেও এ সিরিজে ফিরেছেন লিটন দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের পর তৃতীয় ম্যাচেও ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। কিন্তু তারপরেও ১২৯ রান তাড়া করে আর জেতা হয়নি। 

সোমবার (৬ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় দলের হয়ে লিটন জানান, ‘আমার কাছে যেটা মনে হয় আমি আর নাইম শুরুটা ভালো দিয়েছিলাম, আমি যদি ওই জায়গাটায় আরেকটু দায়িত্বশীল ক্রিকেট খেলতে পারতাম, আরেকটু দায়িত্ব নিতে পারতাম জিনিসটা সহজ হয়ে যেত। কারণ দ্বিতীয় ম্যাচেও আমার ও নাইমের ভালো একটা জুটির কারণে পরের ব্যাটসম্যানরা সহজ ব্যাটিং করতে পেরেছে। এরকম সুযোগ আসলে পরের বার চেষ্টা করবো ইনিংসটা বড় করার জন্য।’

লিটন আরও জানান, ‘এই উইকেটে স্কোর করা তো এত সহজ না। বাউন্ডারি মারাটা আরও কঠিন; ওভার বাউন্ডারি বা এমনি বাউন্ডারি মারাটাই অনেক কঠিন। আমার কাছে মনে হয় সিঙ্গেলে একটু বেশি মনোযোগ দিতে হবে। রানিং বিটুইন দ্যা উইকেটে একটু বেশি দৃষ্টি দিতে হবে।’

সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর। 

Link copied!