• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ০২:৫৪ পিএম
ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে ভারত

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্ট শেষ হতেই দ্বিপক্ষীয় সিরিজে ব্যস্ত হয়ে পড়বে দলগুলো। ব্যস্ততা বাড়বে ভারতীয় ক্রিকেটেও। চলতি মাসের শেষেই নিউজিল্যান্ড দল ভারত সফর করবে। এই সিরিজ শেষে আবার দক্ষিণ আফ্রিকা যাবে বিরাট কোহলিরা।

সিরিজের ৩টি করে টেস্ট ও ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ১৭ ডিসেম্বর থেকে জোহানেসবার্গে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। প্রিটোরিয়ায় ২৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট ও ৩ জানুয়ারি থেকে কেপটাউনে বসবে তৃতীয় ও শেষ টেস্ট।

শুক্রবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

করোনা প্রতিষেধক নেওয়া সীমিতসংখ্যক দর্শক মাঠে বসে ভারত-দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেট দ্বৈরথ দেখতে পারবেন। মাঠে দুই হাজার সমর্থক ঢুকতে পারবেন। 

দক্ষিণ আফ্রিকায় ভারতের সফরসূচি :

প্রথম টেস্ট (জোহানেসবার্গ) : ১৭ থেকে ২১ ডিসেম্বর
দ্বিতীয় টেস্ট (প্রিটোরিয়া) : ২৬ থেকে ৩০ ডিসেম্বর
তৃতীয় টেস্ট (কেটাউন) : ৩ থেকে ৭ জানুয়ারি

প্রথম ওয়ানডে (পার্ল) : ১১ জানুয়ারি
দ্বিতীয় ওয়ানডে (কেপটাউন) : ১৪ জানুয়ারি
তৃতীয় ওয়ানডে (কেপটাউন) : ১৬ জানুয়ারি

প্রথম টি-টোয়েন্টি (কেপটাউন) : ১৯ জানুয়ারি
দ্বিতীয় টি-টোয়েন্টি (কেপটাউন) : ২১ জানুয়ারি
তৃতীয় টি-টোয়েন্টি (পার্ল) : ২৩ জানুয়ারি
চতুর্থ টি-টোয়েন্টি (পার্ল) : ২৬ জানুয়ারি

Link copied!