শিখর ধাওয়ানে নেতৃত্বে শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজ খেলছে ভারতীয় দল। এদিকে বিরাট কোহলি নেতৃত্বে ভারতের আরেকটা দল অবস্থান করছে ইংল্যান্ডে। সেখানে পাঁচ টেস্টের সিরিজের প্রথমটি শুরু হবে ৪ আগস্ট থেকে। এই সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন পৃথ্বী শ ও সূর্যকুমার জাদব।
পৃথ্বী শ ও সূর্যকুমার এখন আছেন শ্রীলঙ্কা সফরে। তবে সফরটা মোটেও ভালো যায়নি পৃথ্বীর। গতকাল টি- টোয়েন্টিতে অভিষেক হলেও ভালো খেলতে পারেননি তিনি। চামিরার বলে শুন্য রানেই আউট হয়ে ফিরেন তিনি। তবে টেস্ট দলে নিজেকে ভালোভাবে প্রমাণের কারণে দলে ডাক পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে।
এদিকে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন সূর্যকুমার জাদব। শ্রীলঙ্কার সঙ্গে সর্বশেষ টি-টোয়েন্টিতেও ফিফটি করেছেন তিনি।
সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে পৃথ্বী শ ও সূর্যকুমার জাদবের ডাক পাওয়ার তথ্য নিশ্চিত করেছে। টেস্টের জন্য ভারত দল থেকে বাদ পড়েছেন শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর ও আভেশ খান।
এর আগে এ বছরের মার্চে অনুষ্ঠিত ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ৪ ম্যাচের সিরিজ ৩-১ জিতেছে ভারত।