• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

টেস্ট খেলার আকুতি রশিদ খানের কণ্ঠে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২, ০১:২৮ পিএম
টেস্ট খেলার আকুতি রশিদ খানের কণ্ঠে

আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা বোলার। তার বোলিং তোপে বিপদে পড়তে বাধ্য হন যেকোনো ব্যাটসম্যান। অথচ ২৩ বছর বয়সী এই তরুণ তারকা শীর্ষ টেস্ট দলের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছেন।

২০১৭ সালে আফগানিস্তান ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্যপদ লাভ করেন রশিদ। এর পর থেকে আফগানিস্তানের পাঁচটি টেস্টই খেলেছেন তিনি। হোবার্টে নভেম্বরে একটি মাত্র টেস্ট খেলার কথা ছিল। তবে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়, আফগান তালেবান শাসনের অধীনে নারী ক্রিকেটের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। এ কারণে ম্যাচটি স্থগিত করে দেয় তারা।

বর্তমান সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন রশিদ। টেস্ট ম্যাচ খেলতে না পারার আক্ষেপ নিয়ে রশিদ বলেন, “এটা খুব হতাশার। যখন আপনাকে বড় দলের বিপক্ষে খেলার সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। আশা করছি, দ্রুত আমরা সুযোগ পাব।”

বিশ্বের অন্যতম এই সেরা বোলার আরও বলেন, “বোলিং সম্পর্কে আরও দক্ষ হতে দীর্ঘ স্পেলে বল করতে হবে। আমি আশা করি, আগামী কয়েক বছরে আমরা আরও টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাব।”

Link copied!