টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০৬:৩০ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি টি-টোয়েন্টি-২০২১ বিশ্বকাপের চূড়ান্ত গ্রুপিং প্রকাশ করেছে। প্রথম রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। 

প্রথম রাউন্ড খেলে বাংলাদেশকে ১২ দলের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। সেই রাউন্ডে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে ৮টি দল। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার-আপ দলে সুপার টুয়েলভে খেলবে। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার-আপ দল সুপার টুয়েলভে খেলবে গ্রুপ-২ তে। গ্রুপ-২ তে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। 

আগামী ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর, যা শেষ হবে ১৪ নভেম্বর। সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি ওমানেও বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজিত হবে।

প্রথম রাউন্ডের গ্রুপ


গ্রুপ ‘এ’: শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং  নামিবিয়া।
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওমান।

সুপার টুয়েলভ


গ্রুপ-১ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার-আপ।
গ্রুপ-২ :  ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার-আপ।

Link copied!