• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

টি-টোয়েন্টি খেলবেন না তামিম, টেস্টেও অনিশ্চিত 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৬:২১ পিএম
টি-টোয়েন্টি খেলবেন না তামিম, টেস্টেও অনিশ্চিত 

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পান তামিম ইকবাল। ফলে টি-টোয়েন্টি সিরিজে মাঠের বাইরেই থাকতে হবে তাকে। এদিকে হারারে টেস্টে খেলবেন কি না সে বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হবে।

তামিমের ডান হাঁটুর চোটটা শুরু হয় এ বছরের শ্রীলঙ্কা সফর থেকে। ড্যাশিং এ ওপেনার প্রিমিয়ার ক্রিকেট লিগে খেললেও ব্যথা বেড়ে যাওয়ায় সুপার লিগ থেকে সরে দাঁড়ান। 

টাইগাররা জিম্বাবুয়ে সফরে ১টি টেস্ট, ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। তবে চোটের কারণে টি-টোয়েন্টিতে খেলতে পারছেন না তামিম।

তামিমের চোটের যে ধরণ তাতে আগস্ট–সেপ্টেম্বরে দেশের মাটিতে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টিতে খেলা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে যে তামিমের অনিশ্চয়তার কথা উঠে এসেছে কোচ রাসেল ডমিঙ্গোই কণ্ঠেই, “তামিমের খেলা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তাকে নিয়ে সংশয় আছে। টেস্টে তার খেলার ব্যাপারে আরও পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”

তামিমের না থাকায় বড় ধাক্কার মধ্যেই পড়তে যাচ্ছে বাংলাদেশ দল। দেশসেরা এ ওপেনার টেস্টে সর্বশেষ ৫ ইনিংসের চারটিতেই করেছেন ফিফটি, যার দুটি গিয়েছে ৯০-এর ঘরে। প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে তার পারফরম্যান্স আরও উজ্জ্বল। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ১১ ইনিংসে ৪২ গড়ে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে ৪৬৩ রান তার।

তামিমের চোটের বিষয়ে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, “তামিমের চোট এমন কিছু নয় যে অস্ত্রোপচার করাতে হবে। কিছুদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। ব্যথা কমার ওপরই নির্ভর করছে সবকিছু।” 

তামিমের যে চোট তাতে অস্ত্রোপচারেই যেতে হতে পারে। তখন লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হতে পারে তামিমকে। অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ শল্যবিদ ডেভিড ইয়াংও এর পরামর্শ ছিল তামিম যেন না খেলেন। তার মতে এখনই ১০ থেকে ১২ সপ্তাহের বিশ্রামে যাওয়া উচিত। 

এখন পর্যন্ত এমনই সিদ্ধান্ত অনুযায়ী ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে তামিম দুই–আড়াই মাসের বিশ্রামে চলে যাবেন, সে ক্ষেত্রে তাঁর খেলা হবে না অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ দুটিতে। দুটি সিরিজেই হবে পাঁচটি করে টি–টোয়েন্টি ম্যাচ।

Link copied!