• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

টি-টোয়েন্টিতে ভারত ‘ভয়ংকর‘ দল : ইনজামাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ০২:২০ পিএম
টি-টোয়েন্টিতে ভারত ‘ভয়ংকর‘ দল : ইনজামাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। চির বৈরী দুই দেশের এই ম্যাচটি ঘিরে এরই মধ্যে উত্তেজনা চরমে। দুই দেশের সাবেকরা মেতেছেন কথার লড়াইয়ে। 

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টইটম্বুর উত্তেজনা। সেই উত্তেজনায় অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে বেশ ভাটা পড়েছে। শক্তি ও সামর্থ্যে ভারত যত এগিয়েছে, পাকিস্তান ততটা এগোতে পারেনি। তার ওপর কোনো সংস্করণের বিশ্বকাপেই ভারতের বিপক্ষে জয় পায়নি পাকিস্তান। মানে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভারতের জয়। তবু ম্যাচটি দুই বৈরী দেশের মধ্যে বলেই হয়তো, ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ম্যাচটিতে ঘিরে।

এর মধ্যে কথার লড়াইয়ে নেমে গেছেন দুই দেশের সাবেক ক্রিকেটাররা। বেশিরভাগই নিজ নিজ দেশকে এগিয়ে রেখে বক্তব্য দিচ্ছেন। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক ভারতকেই এগিয়ে রাখছেন। তার দৃষ্টিতে ভারত টি-টোয়েন্টির ভয়ঙ্কর দল। 

নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেন, “কোনো প্রতিযোগিতা কে জিতবে তা আগে থেকে বলা সম্ভব নয়। তবে জেতার কতটা সুযোগ রয়েছে তা বলা যেতে পারে। আমার মতে জেতার সুযোগ সব চেয়ে বেশি রয়েছে ভারতের। বিশেষ করে এই পরিস্থিতিতে। ওদের দলে অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটার রয়েছে।”

ইনজামামের কথার প্রতিফলনও মিলেছে ভারতের প্রস্তুতি ম্যাচে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছে বিরাট কোহলির দল। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫৩ রান তাড়া করে সহজেই জয় তুলে নিয়েছেন রোহিত শর্মারা। 

সেই ম্যাচের উদাহরণ দিয়ে ইনজামাম আরও বলেন, “অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খুব সহজ ভাবে খেলছিল ভারত। উপমহাদেশের মাটিতে ভয়ংকর টি-টোয়েন্টি দল ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৫ রান তুলতে কোহলিকেও নামতে হল না।”

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ইনজামাম বলেন, “সুপার ১২-তে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ফাইনালের আগে ফাইনাল। কোনো ম্যাচ নিয়ে এত আলোচনা হবে না। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম এবং শেষ ম্যাচ ছিল ভারত-পাকিস্তানের। দুটো ম্যাচই ছিল ফাইনালের মতো। এই ম্যাচ যে জিতবে মানসিক ভাবে এগিয়ে থাকবে সেই দল। ৫০ শতাংশ চাপ কমে যাবে তাদের।”

Link copied!