সুপার টুয়েলেভে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই বাছাইপর্ব খেলে গ্রুপপর্বে এসেছে। আগের বাংলাদেশ দুইটি ম্যাচ জিতেছে ও শ্রীলঙ্কা জিতেছে তিনটি ম্যাচ। বাংলাদেশের গ্রুপে আরো রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।
টি-টোয়েন্টিতে দুই দল ১১ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ৪ বার ও শ্রীলঙ্কা ৭ বার জিতেছে। আইসিসি র্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশ আছে ছয়ে, শ্রীলঙ্কা ১০।
টস হেরে ব্যাটিং পেয়ে অবশ্য সন্তুষ্ট বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ। তিনি বলেন, “আমরাও আগে ব্যাটিংই নিতাম। আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া প্রয়োজন। আশা করি আগে ব্যাট করাটা ভালো হবে।”
বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। তাসকিন আহমেদের জায়গায় এসছেন নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ : কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিস্কা ফের্নান্দো, ভানুকা রাজাপাসকা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফের্নান্দো।