• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৫:৪০ পিএম
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড।

বাঘ-ক্যাঙ্গারুর এ লড়াইয়ে দুই দলই তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই মাঠে নামছে। চোটের কারণে বাংলাদেশ দলে নেই ওপেনার তামিম ইকবাল খান। পারিবারিক কারণে এ সিরিজে দলে নেই আরেক ওপেনার লিটন কুমার দাস ও মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

অস্ট্রেলিয়া দলেও নেই অধিনায়ক অ্যারন ফিঞ্চ। টাইগারদের বিপক্ষে ম্যাথু ওয়েডের নেতৃত্বে মাঠে নামছে অজিরা।

অজিদের বিপক্ষে টাইগার একাদশ:

নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ:

 অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপ, মিচেল মার্শ, মইসেস হ্যানরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

Link copied!