টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শামীমের অভিষেক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ০৪:২৮ পিএম
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শামীমের অভিষেক

হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

একাদশে দুই পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। বিশ্রামে লিটন দাস, তার জায়গায় দলে অভিষেক হয়েছে শামীম পাটোয়ারীর। অন্যদিকে মুস্তাফিজুর রহমানের বদলে দলে ফিরেছেন তাসকিন আহমেদ। 

এর আগে বৃহস্পতিবার সিরিজের প্রথম টি- টোয়েন্টিতে ৮ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। ব্যাটিং- বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরা হন সৌম্য সরকার।
 
বাংলাদেশ একাদশ : মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান, শামীম হোসাইন, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দীন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।  
 

Link copied!