মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।
এর আগে বুধবার সিরিজের প্রথম ম্যাচে ৬০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। এটি এই সংস্করণে তাসমান পাড়ের দেশটির সর্বনিম্ন সংগ্রহ। আর এই রান তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন সাকিব আল হাসান।
বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ : রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়ং, কলি ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (উইকেটকিপার), হেনরি নিকোলস, কোলি ম্যাককঞ্চি, ডাগ ব্র্যাচওয়েল, অ্যাজাজ প্যাটেল, হামিস বেনেট, বেন সিয়ার্স।