বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে পাকিস্তান। নিজেদের দ্বিতীয় জয়ের খোঁজে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাবর আজমরা। এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুই দল ২৪ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ১০টিতে, আর পাকিস্তান জিতেছে ১৪টি ম্যাচ।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদি।
নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সেফার্ট (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ইশ সৌধি।