• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

জিম্বাবুয়ে জয় করে দেশে ফিরল টাইগাররা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ১০:৩৭ এএম
জিম্বাবুয়ে জয় করে দেশে ফিরল টাইগাররা

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি— তিন তিনটি সিরিজ জয় করে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ইতিহাসে প্রথমবারের দেশের বাইরে মতো তিন ফরম্যাটের ট্রফি জয় জিতেছে টাইগাররা। 

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে বাংলাদেশ দলের বহনকারী কাতার এয়ারলাইনস ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বুধবার (২৮ জুলাই) জিম্বাবুয়ে থেকে রওয়ানা করে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ ও কাতারের দোহা হয়ে বাংলাদেশে পৌঁছেছেন ক্রিকেটাররা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান।(খেলোয়াড়) এখন থেকে বের হয়ে হোটেলে যাবে।’

দেশে ফিরলেও এখনই পরিবারের কাছে ফিরতে পারবেন না সাকিব-মাহমুদউল্লাহরা। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য বিমানবন্দর থেকে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে যাবে দল। সেখানে তিনদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে জিম্বাবুয়ে থেকে দেশে আসা খেলোয়াড়দের।  

এই কোয়ারেন্টাইন প্রক্রিয়া শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হওয়ার আগে দুদিন অনুশীলনের সুযোগ পাবে স্বাগতিক শিবির। তবে কোনও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ নেই। নেই বাড়তি বিশ্রামের অবকাশ।

আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া । প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

Link copied!