সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শেষে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুজোন আর দায়িত্ব নিতে আগ্রহী হননি। ফলে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় চার জাতির টুর্নামেন্টে কে হবেন বাংলাদেশের কোচ, তা নিয়ে সৃষ্টি হয় জটিলতা। সে শঙ্কার মেঘ কাটল। নতুন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পর্তুগালের মারিও লেমোসকে।
মারিও লেমোস বাংলাদেশের ফুটবলে মোটেও অপরিচিত নাম নয়। তিন মৌসুম ধরে তিনি আবাহনীর লিমিটেডের কোচের দায়িত্ব পালন করছেন।
নতুন অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের সংবাদ জানিয়ে বাফুফে সহসভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, “শ্রীলঙ্কা সফরের জন্য আমরা লেমোসকে কোচ হিসেবে চূড়ান্ত করেছি। ভিসা পেলেই সে দেশে ফিরে আসবে।”
এর আগেও অবশ্য জাতীয় দলের সঙ্গে কাজ করেছিলেন লেমোস। ২০১৭ সালে জাতীয় দলের ট্রেনার হিসেবে কিছুদিন কাজ করেছিলেন তিনি। পরে আবাহনী তাকে কোচ হিসেবে নিয়োগ দেয়।
এদিকে কাগজে-কলমে জেমি ডে এখনো বাংলাদেশ দলের কোচ। আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তি রয়েছে তার।